ভালো এন্টি-ভাইরাস আর লাইসেন্স খুজে খুজে যারা ক্লান্ত তাদের জন্য Avast Pro Anti-Virus সাথে ২৮ বছরের লাইসেন্স I

Friday, December 14, 20120 comments


আপনি কি ভালো এন্টি-ভাইরাস খুজতে খুজতে হয়রান হয়ে গেছেন? কিংবা পেয়েছেন ঠিকই কিন্তু মন মত না, ভাইরাস ধরতে পারেনা,
পিসির গতিকে থামিয়ে দিচ্ছে? হ্যা বেশীরভাগ এন্টি-ভাইরাস এর একই অবস্থা। তবে আমি যেটি ব্যবহার করছি (অবশ্য অনেক এন্টি-ভাইরাস

avast_antivirus

ব্যবহার এর পর) সেটির কথা সবাই জানেন নতুন করে হয়তো বলার দরকার নাই। তারপরেও বলি এর ভাইরাস আইডেন্টিফাই করার ক্ষমতা অনেক,
এটি হ্যাকিং প্রতিরোধ করে, এন্টি-ম্যাল-স্পাইওয়ার, ফাইল সিস্টেম, নেটওয়ার্ক শিল্ড, ওয়েব শিল্ড ইত্যাদি। নিম্নের ছবিটি দেখুনঃ
এছাড়াও আরো অনেক কিছু।
তো এটির সুবিধার কথা তো জানলেন এবার চলুন দেখি এটি কিভাবে ২৮ বছরের লাইসেন্স সহ অর্জন করা যায়।
প্রথমে অন্য কোন এন্টি-ভাইরাস থাকলে তা আন-ইন্সটল করুন তারপর এটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

ডাউনলোড এভাস্ট

এরপর এটি ট্রায়াল মোডে আপনার পিসিতে ইন্সটল করুন।
এরপর আমার দেয়া  ২০৩৮ সাল পর্যন্ত লাইসেন্স পেতে (যার বাজার মুল্য প্রায় ৯৯ ডলার) নিচে কমেন্ট করে আপনার ফেসবুক আইডি দিন লাইসেন্স
আপনার ইনবক্স এ চলে যাবে।
আমি যে এক্টিভ করেছি তার প্রোভ দেখুনঃ
লাইসেন্স এক্টিভ করার নিয়মাবলীঃ
-প্রথমে আপনার পিসির আগের এন্টি-ভাইরাস আন-ইন্সটল করুন,
-ডাউনলোড করা এভাস্ট ট্রায়াল মোডে ইন্সটল করে টাস্কবারে ক্লিক করে এভাস্ট ওপেন করুন,
-মেনু থেকে Maintenance এ ক্লিক করে Registration এ ক্লিক করুন,
-এরপর একেবারে নিছে offline Registration এ ক্লিক করে Insert License Key তে ক্লিক করে
রেজিস্ট্রেশন কী টি পেস্ট করে দিন।
ব্যস এবার ২০৩৮ সাল পর্যন্ত আরামসে পিসি চালান।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger