স্যামস্যাং এর নতুন সিরিজ নাইন আলট্রা বুক I

Friday, December 14, 20120 comments


আজকাল নানা রকম আলট্রা বুক পাওয়া যাচ্ছে। তবে সবসময় যে সেগুলো মানসম্মত হয়, এমন না। মূলতঃ উচ্চ পার্ফরম্যান্স সম্পন্ন কিন্তু খুবই হালকা এবং পাতলা ল্যাপটপ গুলিকে ভালো আলট্রাবুক বলা যেতে পারে। আর এক্ষেত্রে বেশ এগিয়ে স্যামসাং সিরিজ নাইন আলট্রা বুক । চমৎকার এই পিসির পুরো রিভিউ দেখে নিন।
সিরিজ নাইন সত্যিই ‘আলট্রা থিন’ নোটবুক। এটি আলট্রা বুকের ‘ভালো উদাহরণ’ বললে ভুল বলা হয়। কারণ এটি মাথা ঘুরিয়ে দেবার মত একটি মডেল! সাইজ এক হওয়া সত্তেও এটি ম্যাকবুক এয়ারের চেয়েও পাতলা এবং ওজনেও কম!
স্যামসাং সিরিজ নাইন বনাম অ্যাপল ম্যাকবুক এয়ার
সিরিজ নাইন (ওজন)২.৮৮ পাউন্ড (ম্যাকবুক এয়ারের চেয়ে কম)
ম্যাকবুক এয়ার(ওজন)২.৯৬ পাউন্ড
সিরিজ নাইন পুরুত্ব০.৬৪ ইঞ্চি (ম্যাকবুক এয়ারের চেয়ে ০.০৪ ইঞ্চি কম)
ম্যাকবুক এয়ার পুরুত্ব০.৬৮ ইঞ্চি
সিরিজ নাইন মূল্য১০০ ডলার বেশী
ম্যাকবুক এয়ার মূল্যসিরিজ নাইন এর চেয়ে ১০০ ডলার কম
গত বছর সিরিজ নাইন বাজারে এসেছিল। নতুন এই সংস্করণটি আগের চেয়ে হালকা এবং পাতলা, তাছাড়া বাকি সবকিছু মোটামুটি আগের মতই আছে।
এতে রয়েছে ১.৭ গিগাহার্জ থার্ড জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ আইভি ব্রিজ প্রসেসর। এর স্ক্রিন রেজুলেশন ১৬০০ বাই ৯০০ পিক্সেল সম্পন্ন। ১৬০০ মেগাহার্জ ডিডিআরথ্রি ৪ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ।
এর চিপসেট এবং গ্রাফিক্স কার্ড ইন্টেলের; এইচএম ৭৭ চিপ এবং এইচডি ৪০০০ গ্রাফিক্স কার্ড রয়েছে আলট্রাবুকটিতে।
এর কীবোর্ড এবং ট্র্যাকপ্যাড অনেক মানসম্মত। এতে রয়েছে সঠিক মাত্রায় রেজিস্টেন্স। এর ট্র্যাকপ্যাডটি অনেকটা ডেল এক্সপিএস থার্টিন-এর টাচপ্যাডের মতই। এটি অন্যান্য প্যাডের তুলনায় বেশী ম্যাট, তাই ব্যবহারে বেশ আরামদায়ক।
স্যামসাং সিরিজ নাইন কনফিগারেশন
মূল্য১ লক্ষ ৭ হাজার টাকা (প্রায়)
প্রসেসর১.৭ গিগাহার্জ ইন্টেল কোর-আই ফাইভ প্রসেসর (থার্ড জেনারেশন)
মেমোরি১৬০০ মেগাহার্জ ডিডিআরথ্রি ৪ গিগাবাইট র্যাম
হার্ড ড্রাইভ১২৮ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ
চিপসেটইন্টেল এইচএম৭৭
গ্রাফিক্সইন্টেল এইচডি ৪০০০ গ্রাফিক্স কার্ড
অপারেটিং সিস্টেমউইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম(৬৪ বিট)
ডাইমেশন১২.৩ বাই ৮.৬ ইঞ্চি
উচ্চতা০.৫ ইঞ্চি
স্ক্রিন১৩.৩ ইঞ্চি
ওজন /২.৮৮ পাউন্ড
ক্যাটাগরিআলট্রা বুক
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger