আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনিত দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সুস্ট ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে । তাছাড়া আমরা বিভিন্ন সময় ফুল ভার্শন সফটওয়্যার খুজা-খুজি করি সব সময় পাওা যায় না । তাই আজ আমি আপনাদের ফুল ভার্শন অসাধারন একটি ভাইরাস রিমুভার USB Disk Security 6.2.0.18 Full দিব যা দিয়ে আপনি ইচ্ছামত ভাইরাস রিমভ করতে পারবেন। এটি খুবই ভাল বলতে ১০০% কাজ করে। এটি আপনার কম্পিউটারে সংযোগ দিতে না দিতেই এটি তার নিজের ইচ্ছায় সাথে সাথে PenDrive কে Scan করে নেয় এবং ভাইরাস পেলে তা সাথে সাথে ডিলেট করার জন্য আপনাকে একটি Option দিবো। আপনি ইচ্ছা করলে তা ডিলিট করতে পারবেন। তাহলে দেরি না করে এখনি ডাউনলুড করে নিন। ভাল লাগলে কমেন্ট করে জানাবেন ।
কিছু Screenshot দেখে নিন।
USB Disk Security 6.2.0.18 Full




Post a Comment