এবার আপনিও পারবেন আপানার XP এর ওয়েলকাম স্ক্রীন থেকে ব্যক্তিগত একাউন্ট হাইড করতে ,,I

Monday, December 24, 20120 comments


আমরা আমাদের পিসিতে নিজস্ব একাউন্ট রাখি ব্যক্তিগত কারনে। কিন্তু অনেক সময়
অনেকেই সে একাউন্টের পাসওয়ার্ড যদি জেনে থাকে তবেই বিপত্তি। আমরা ইচ্ছে করলে
উইন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে এ সমস্যা সহজেই সমাধান করতে পারি। আপনি যদি
চান তবে আপনার একাউন্ট টিকে পিসির ওয়েলকাম স্ক্রীন থেকে সহজেই হাইড করে
রাখতে পারবেন।



এ জন্য যা যা করতে হবে তা নিচে বর্ননা করা হলঃ
প্রথমে Run এ যেয়ে টাইপ করুন Regedit>OK দিন। HKEY_LOCAL_MACHINE>SOFTWARE >Microsoft>WindowsNT>
Currentversion>Winlogon>SpecialAccounts>Userlist
Untitled21
তারপর ডানদিকে Panel এ মাউসের ডান বোতাম ক্লিক করে New তে ক্লিক করে টাইপ করুন  wordvalue Ok ক্লিক করে যে ইউজার
একাউন্ট লুকিয়ে রাখতে চান তা হুবহু লিখুন Enter দিন>
তারপর User Account এর উপর ডাবল ক্লিক করে Value date এর খালি
বক্সে 1 Replace করে 0 লিখুন ওকে করে বের হয়ে আসুন।
পিসি রিস্টার্ট করুন দেখবেন ওয়েলকাম স্ক্রিন এ আপনার লুকায়িত একাউন্টটি আর
নেই। পূনরায় হাইড করা একাউন্টটি ফিরিয়ে আনতে পূর্বের মতো শুধু 0 এর স্থলে 1 করে দিন।
আমার ফেইসবুক এ একটি গ্রুপ আছে দয়া করে যোগদান করে সমস্যার
কথা পোস্ট করুন ।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger