আমরা আমাদের পিসিতে নিজস্ব একাউন্ট রাখি ব্যক্তিগত কারনে। কিন্তু অনেক সময়
অনেকেই সে একাউন্টের পাসওয়ার্ড যদি জেনে থাকে তবেই বিপত্তি। আমরা ইচ্ছে করলে
উইন্ডোজ এক্সপি এর ক্ষেত্রে এ সমস্যা সহজেই সমাধান করতে পারি। আপনি যদি
চান তবে আপনার একাউন্ট টিকে পিসির ওয়েলকাম স্ক্রীন থেকে সহজেই হাইড করে
রাখতে পারবেন।
এ জন্য যা যা করতে হবে তা নিচে বর্ননা করা হলঃ
প্রথমে Run এ যেয়ে টাইপ করুন Regedit>OK দিন। HKEY_LOCAL_MACHINE>SOFTWARE >Microsoft>WindowsNT>
Currentversion>Winlogon>SpecialAccounts>Userlist
তারপর ডানদিকে Panel এ মাউসের ডান বোতাম ক্লিক করে New তে ক্লিক করে টাইপ করুন wordvalue Ok ক্লিক করে যে ইউজার
একাউন্ট লুকিয়ে রাখতে চান তা হুবহু লিখুন Enter দিন>
তারপর User Account এর উপর ডাবল ক্লিক করে Value date এর খালি
বক্সে 1 Replace করে 0 লিখুন ওকে করে বের হয়ে আসুন।
পিসি রিস্টার্ট করুন দেখবেন ওয়েলকাম স্ক্রিন এ আপনার লুকায়িত একাউন্টটি আর
নেই। পূনরায় হাইড করা একাউন্টটি ফিরিয়ে আনতে পূর্বের মতো শুধু 0 এর স্থলে 1 করে দিন।
আমার ফেইসবুক এ একটি গ্রুপ আছে দয়া করে যোগদান করে সমস্যার
কথা পোস্ট করুন ।
Post a Comment