সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিন ।

Saturday, January 5, 20130 comments


আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন । আজ আমরা দেখব সফটওয়্যার ছাড়া ফোল্ডারে কিভাবে পাসওয়ার্ড দেয়া যায় ?

zip_folder_256




ফোল্ডারে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনি যে ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই ফোল্ডারের ওপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন । এবার Send to অপশনের Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এতে ফোল্ডারটি Zip Folder-এ রুপান্তরিত হবে । এখন এই Zip Folder-এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করুন এবং Open with-এর Compressed (zipped) Folder-এ ক্লিক করুন । এখন নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে যেকোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password-এ ক্লিক করতে হবে এবং password ও confirm password-এ একই গোপন নম্বর দিয়ে ok করুন । তারপর ফোল্ডার ওপেন করে দেখুন আপনার password সেট হয়ে গেছে ।
ধন্যবাদ…………।
ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ভাল লাগলে কমেন্ট করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন সমাধান করে দেব ।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger