বর্তমানে ফটোশপের ব্যবহার কোন নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের সাথে সাথে এটির ব্যবহারের পরিধি প্রায় সবক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। তন্মধ্যে ডোমেইন হোস্টিং প্রতিষ্ঠানগুলিতে ফটোশপের গুরুত্ব অপরিসীম। বিশেষত, তাদের হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজের প্রাইস প্লান তৈরী করার ক্ষেত্রে ফটোশপের ব্যবহার লক্ষ্য করা যায়। এখন বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটেও তাই ফটোশপের এ ধরনের প্রচুর কাজ পাওয়া যায়। এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখে আজ আমরা আপনাদের জন্য শেয়ার করব একটি প্যাকেজ প্রাইস প্ল্যান টিউটোরিয়াল। আশা করি ফটোশপের এ টিউটোরিয়ালটি আপনাদের জন্য বেশ উপকারী হবে। তো চলুন দেখে নেওয়া যাক টিউটোরিয়ালটি।
ধাপ ১

প্রথমেই 500×600 পিক্সেলের একটি নতুন ডকুমেন্ট নিন। এরপর Rounded Rectangle Tool টি সিলেক্ট করুন এবং নিচের স্ক্রীনশটের মত একটি শেপ আঁকুন। এবার blending options আনার জন্য এই শেপটির লেয়ারের উপর ডাবল ক্লিক করুন এবং নিচে প্রদও মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ধাপ ২

পুনরায় Rounded Rectangle Tool টি সিলেক্ট করুন এবং হেডিং এর জন্য আরও একটি শেপ আঁকুন। এবার আগের মত blending options আনার জন্য এই শেপটির লেয়ারের উপরও ডাবল ক্লিক করুন এবং নিচে প্রদও মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ধাপ ৩

এবার Custom Shape Tool টি সিলেক্ট করুন। আপনি Rounded Rectangle Tool এর উপর মাউস চেপে ধরলে ড্রপ ডাউন লিস্টে নিচের দিকে Custom Shape Tool টি পাবেন। এবার উপরের বারের Shape এর ড্রপডাউন মেনু থেকে upside down triangle টি সিলেক্ট করুন এবং এটি দিয়ে ক্যানভাসের উপর একটি শেপ আঁকুন। এবার ctrl+t চেপে এইমাত্র অঙ্কিত শেপটিকে রোটেট করিয়ে নিচমুখী থেকে পার্শ্বমুখী করুন। এবার ctrl কী চেপে ধরে triangle এর লেয়ার থাম্বানাইলের উপর ক্লিক করুন যেন এটি হাইলাইটেড হয়। এবার New Layer আইকনের উপর ক্লিক করে নতুন একটি লেয়ার নিন এবং পূর্বে হাইলাইটেডকৃত triangle টি কে কালো রঙে পূর্ণ করে দিন। এরপর Filter>Blur>Gaussian Blur এ যান এবং এটির মান দিন 5.3.
ধাপ ৪

এবার Shift কী চেপে ধরে triangle এবং triangle Shadows এ দুটি লেয়ার সিলেক্ট করুন। এখন duplicate করার জন্য লেয়ার দুটিকে টেনে New Layer আইকনের উপর ছাড়ুন। এরপর duplicate লেয়ার সিলেক্টকৃত অবস্থায় ctrl+t চাপুন এবং Flip করার জন্য ডান পাশকে টেনে এনে বাম পাশের উপরে ছাড়ুন। এরপর Triangle লেয়ারটিকে নীল টাইটেল ব্যানারের অপর পাশেও রাখুন। এখন Ballpark ফন্ট ব্যবহার করে প্যাকেজের নাম লিখুন। এখানে যেমন starter লেখা হয়েছে। এবার লেয়ারটির উপর ডাবল ক্লিক করে blending অপশন আনুন এবং নিচে প্রদও সেটিংস এর মানগুলি বসান।
ধাপ ৫

এবার Line Tool টি সিলেক্ট করুন। এখন shift কী চেপে ধরে (যেন লাইন সোজা থাকে) সবার প্রথমে অঙ্কিত বক্সের উভয় প্রান্ত ব্যাপী আড়াআড়িভাবে একটি লাইন টানুন। এবার লাইনটিকে ডুপ্লিকেট করার জন্য ctrl কী চেপে ধরে ডাউন এরো কী প্রেস করুন। নিচে প্রদও কালারটি লাইনের জন্য ব্যবহার করুন।
ধাপ ৬

এখন Folks ফন্টটি ব্যবহার করে আপনার প্যাকেজের ফিচারগুলি লিখুন। এবার টেক্সট লেয়ারের উপর ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন আনুন এবং নিচে প্রদও সেটিংস এর মানগুলি বসান।
ধাপ ৭

এরপর Ellipse Marquee Tool ব্যবহার করে নীল বক্সের নিচের দিকে খুব সরু একটি ডিম্বাকার শেপ আঁকুন। নীল বক্সের নিচে একটি নতুন লেয়ার নিন এবং এ লেয়ারের ডিম্বাকার শেপটিকে গাঢ় ধূসর রঙে পূর্ণ করে দিন। এরপর Filter>Blur>Gaussian Blur এ যান এবং এটির মান দিন 7.4.
ধাপ ৮

এখন Pen Tool টি সিলেক্ট করুন এবং নিচের স্ক্রীনশটের ন্যায় বক্সের কোণায় একটি শেপ আঁকুন। এবার blending options আনার জন্য এই শেপটির লেয়ারের উপর ডাবল ক্লিক করুন এবং নিচে প্রদও মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ধাপ ৯

এবার নিচের কালার ব্যবহার করে pen tool এর মাধ্যমে প্রথম বক্সটির প্রান্তসীমা জুড়ে একটি ত্রিভুজাকৃতি শেপ আঁকুন যেন এটি দেখতে 3D এর মত দেখায়।
ধাপ ১০

এখন Century Goath ফন্টটি ব্যবহার করে আপনার প্যাকেজের প্রাইস টি লিখুন। এবার অন্য একটি লেয়ারে ক্লিক করুন। এরপর পুনরায় টেক্সট লেয়ার সিলেক্ট করুন এবং ctrl+t চেপে টেক্সটিকে রোটেট করুন। এরপর লেয়ারের উপর ডাবল ক্লিক করুন blending option আনুন এবং নিচে প্রদও মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ধাপ ১১

এবার পুনরায় Rounded Rectangle Tool টি সিলেক্ট করুন এবং এটি দিয়ে বাটনের জন্য একটি শেপ আঁকুন। এরপর লেয়ারের উপর ডাবল ক্লিক করুন blending option আনুন এবং নিচে প্রদও সেটিংসের মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ধাপ ১২

সবশেষে, Ballpark Font ব্যবহার করে “Sign Up” কথাটি (অথবা আপনি যা লিখতে চান) লিখুন। এক্ষেত্রে টেক্সট কালার হিসাবে ব্যবহার #2790bc কোডটি ব্যবহার করুন। এরপর লেয়ারটির উপর ডাবল ক্লিক করুন blending option আনুন এবং নিচে প্রদও সেটিংসের মান অনুসারে অপশনগুলি পূর্ণ করুন।
ফাইনাল আউটপুট

Post a Comment