জনপ্রিয় গেমস সুপার মারিও এবার আপনি খেলুন আপনার মোবাইলে।
টিভি গেমস থেকে শুরু করে পিসিতেও এতদিন খেলেছেন এবার মোবাইলেও খেলুন।
গেমসটিতে আপনাকে যা করতে হবে -
নর্দমার কিট এবং অন্যান ফাঁদ গুলো অতি সাবধানে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।ভালভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্যে দুটি পাওয়ার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়াও ১০০ টি কয়েন কালেকশন করতে পারলে একটি করে লাইফ (ওয়ানআপ) বৃদ্ধি পাবে। প্রতি স্টেজ এর ফাইনাল রাইন্ড এ কুমির আকৃতির বস কে পরাজিত করতে হবে।
টিভি গেমস থেকে শুরু করে পিসিতেও এতদিন খেলেছেন এবার মোবাইলেও খেলুন।
গেমসটিতে আপনাকে যা করতে হবে -
নর্দমার কিট এবং অন্যান ফাঁদ গুলো অতি সাবধানে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।ভালভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্যে দুটি পাওয়ার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়াও ১০০ টি কয়েন কালেকশন করতে পারলে একটি করে লাইফ (ওয়ানআপ) বৃদ্ধি পাবে। প্রতি স্টেজ এর ফাইনাল রাইন্ড এ কুমির আকৃতির বস কে পরাজিত করতে হবে।

গেমসটি খেলতে আপনার যা লাগবে -
একটি জাভা অপারেটিং সিস্টেম মোবাইল ছাড়া আর কিছু না।
156.KB গেমসটি ডাউনলোড করে মোবাইলে নিয়ে নিন।
একটি জাভা অপারেটিং সিস্টেম মোবাইল ছাড়া আর কিছু না।
156.KB গেমসটি ডাউনলোড করে মোবাইলে নিয়ে নিন।
Post a Comment