সাধারনত কম্পিউটার কেনার নময় কম্পিউটার এর সাথে মাদারবোডের ড্রাইভার ডিস্ক এ কপি করে দেয়া হয় কম্পিউটার এ Windows ইন্সটল করার পর মাদারবোডের ড্রাইভার ইন্সটল করতে হয় তাহলে সউন্ড গ্রাফিক্স ইত্তাদি আশে। কিন্তু মাদারবোডের ড্রাইভার হারিয়ে গেলে কি করবেন কোন চিন্তা নেই।

এজন্ন্য আপনাদের যা করতে হবে তা হল।
Click Start ( desktop start pogram )
Click Run
Click Start ( desktop start pogram )
Click Run
টাইপ করুন WMIC প্রথমে একটা ডাইলগ বক্স আসবে সেখানে লেখা থাকবে wmic:root\cli>_ এখানে টাইপ করুন baseboard তারপর এন্টার চাপুন তাহলেই আপনার মাদারবোড এর মডেল নাম্বারসিরিয়াল নাম্বার পেয়ে জাবেন।

তারপর মডেল নাম্বার নিয়ে google এ সার্ছ দিলেই পায়ে জাবেন আপনার কাঙ্খিত Mother Board Driver Software….
পোষ্টি করলাম শুধু মাদার বোর্ডর মডেল নাম্বার বের করার জন্য । আশা করি যার প্রথম সম্যাই ভোগেন তাদের জন্য কাজে লাগবে ।
ধন্যবাদ সবাইকে
Post a Comment