WiTricity – মোবাইল চার্জ করুন কোন ইলেক্ট্রিক তার ছারাই !

Monday, January 28, 20130 comments


আপনাদের নতুন বছরেরর সুভেচ্ছা জানিয়ে পোস্টটি করছি।
কেমন হবে যদি একটি মোবাইল ফোন অথবা ল্যাপটপ , যেটা চার্জ করতে পারবেন কোন ইলেক্ট্রিক তার ছারাই , যখন খুসি তখন , যেখানে খুসি সেখানে ।
টিভি অথবা প্রিন্টার যেটাতে কোন ইলেক্ট্রিক কেব্‌লের কোন প্রয়োজন নেই , যেখানে খুসি সেখানে ব্যবহার করতে পারবেন ।
সত্যি অদ্ভুত না ?
আমেরিকার বিজ্ঞানীরা এই প্রযুক্তি আবিষ্কার করেছেন।
WiTricity – বোস্টনের একটি কোম্পানি , এমন একটা device  আবিষ্কার করেছে যেটা থেকে যেকোনো ইলেক্ট্রিক device এ কোন প্রকার তার ছারাই চার্জ করা যায়।
প্রতিদিনের চার্জার গুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায়।
কিন্তু অপর হাতে WiTricity device গুলো চুম্বকীয় তরঙ্গ দিয়ে ইলেক্ট্রিক শক্তি পাঠায় যা ইটের দেয়াল কেও ভেদ করতে পারে। এই device গুলি প্রতিধ্বানিকারী চৌম্বকীয় সংযোজন (resonant magnetic coupling) এর মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রেরন করে ,যা কিছু মিটারের মধ্যেই  কার্জকর।
উদাহরন হিসাবে বলা যেতে পারে – একজন অপেরা গায়িকা যখন জ্ঞান গায় ,তার গলার সুরে কাঁচের গ্লাস ভেঙ্গে যাওয়া।

পূর্বে প্রকাশিত (projapotibd.com)



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger