দেখে নিন প্রযুক্তির আরেক সেরা আবিস্কার রোবট প্রযুক্তি........

Thursday, February 14, 20130 comments


বর্তমান আধুনিক যুগে রোবট হলো এক চরম আবিস্কার এবং অবিশ্বাস্য সৃষ্টি। হয়তো সেদিন বেশি দেরি নয় যেদিন ঘরের কাজ থেকে শুরু করে অফিস-আদালত কল-কারখানা এমনকি খেলার মাঠেও রোবট ব্যবহার করা হবে। অবিশ্বাস্য হলেও সত্য রোবটের ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। যার নমুনা নিচের ছবিটি।
এই রোবটটি চীনের Wu Yulu নামের এক ব্যক্তি তৈরি করেছেন। যেটা কৃষিকাজ সহ অনেক কাজেই Wu Yulu কে সাহায্য করে। এটি ছাড়াও উনি আরও প্রায় ২৫টি রোবট তৈরি করেছন।
এখন আরেকটি রোবটের কথা বলবো যেটা চীনের বেইজিং অলিম্পিক পার্কে প্রথম সবার সামনে তুলে ধরা হয়। এ রোবটটি অংকন করতে পারে। চিত্রে দর্শকদের কে অংকন করে দেখাচ্ছে রোবটটি।
আর এটি দর্শকদের সাথে হ্যান্ডশেক করছে।
এমন আরও কিছু অসম্ভব বুদ্ধিসম্পন্ন রোবট দেখুন।

দেখতে মানুষের মত তাই না? অনেকেই এর প্রেমে পড়ে গেছেন!

বাজার করে দিচ্ছে রোবট।
আমাদের দেশে রোবট এখনো প্রচলিত না হলেও উন্নত বিশ্বে ব্যাপকভাবে রোবট ব্যবহৃত হচ্ছে।
আশা করি আপনাদের ভাল লেগেছে। সামনে আরও প্রযুক্তির খবর নিয়ে হাজির হবো এই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger