আসসালামুআলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহীম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্ তায়ালা সবাইকে ভালো রেখেছে।
যদি কোন ভুল হয়ে থাকে ,তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।বন্দুরা আজ আমি যেই সফটওয়্যার টি নিয়ে আলোচনা করবো bluestacksসফটওয়্যার নিয়ে টিউন করা হয়নি। তাই কেউ করার আগেই আমি করে ফেলাম।
যাক আর কথা না বারিয়ে কাজে চলে যাই
আসুন কিভাবে সফটওয়্যার টি ইন্সটল এবং ব্যাবহার করবেন,দেখে নিন প্রথমই নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
তার পর ইন্সটল বাঁটনে ক্লিক করুন
এইবার আপনি হারয়ে যান অ্যান্ড্রয়েড এর রাজ্যে .................................।। 
আর হা ভাইয়ারা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

আর হা ভাইয়ারা যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে তো অবশুই জানাবেন.................................
Post a Comment