রিভিউঃ নোকিয়া লুমিয়া ৬২০......

Thursday, February 14, 20130 comments


নোকিয়া লুমিয়া ৬২০, একটি সাশ্রয়ী মূল্যের আনলক উইন্ডোজ ফোন ৮ স্মার্টফোন ডিভাইসটি বিশ্বব্যাপী জনসাধারণের মধ্যে এতোমধ্যে আলোচনার শীর্ষে চলে এসেছে। এটার ডিজাইন,রঙিন কেস এবং অন্যান্য সব বিবেচনা করলে এটি তার সমদামের অনেক মোবাইল থেকে এগিয়ে থাকবে।

লুমিয়া ৬২০ ডুয়েল কোর উইন্ডোজ ৮ ফোন যার মধ্যে সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে। ৪ ইঞ্চি স্ক্রীন ,এনএফসি, একটি এন্টি গ্লেয়ার স্ক্রিন,একটি উপযুক্ত ক্যামেরা এটাকে আকর্শনীয় করেছে তাছাড়া এর রয়েছে সমৃদ্ধ ফিচার।
মাইক্রোসফট অফিস এর বিভিন্ন সফটওয়্যার যেমন ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ভালো মত রান করা যায় এটিতে। সুতরাং গুরুত্ত্বপুর্ণ ফাইল হাতের কাছে রাখতে এই ডিভাইসটি অনেক কার্যকর।
ডিজাইন ঃ
সাদা, কালো, হলুদ, নীল এবং ম্যাজেন্ডা এই ৫ রকম রঙিন রঙে লুমিয়া ৬২০ সবার নজর কাড়ছে ।একেবারে তারুন্যময় ফোন  লুমিয়া ৬২০! কেইজের রঙ্গের মধ্যে২টি রঙের স্তর রয়েছে। ভিতরের রঙ সাদা উপরে নীল পাতলা আবরণ এটাকে দেখতে আকর্ষনীয় করেছে।
এপ্স এবং অপারেটিং সিস্টেমঃ
লুমিয়া ৬২০ উইন্ডোজ ফোন ৮ এর মাধ্যমে চলে ফলে ব্যবহারকারীরা বহু মেইল এবং সামাজিক যোগাযোগ সাইট চালাতে পারবে।
ক্যামেরা এবং ভিডিওঃ
৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ডিভাইসটিতে। এতো উজ্জ্বল পরিষ্কার সুন্দর ছবি উঠে,একেবারে সঠিক রঙে।
দামঃ এশিয়া, আফ্রিকা,ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে লুমিয়া ৬২০ $২৪৯ অথবা ১৯০ ইউরো এর মধ্যে বিক্রি হচ্ছে।
সংক্ষেপে ফিচারঃ
ডিসপ্লে
ডিসপ্লে সাইজ ৩.৮”
ডিসপ্লে টেকনোলোজিঃ এলসিডি
কিয়ারব্লাক
ফটোগ্রাফি
৫ মেগাপিক্সেল ক্যামেরা
2592х1936 পিক্সেলস, autofocus, LED ফ্লাশ
পাওয়ার ম্যানেজমেন্ট
সর্বোচ্চ ২জি টকটাইমঃ ১৪.৬ঘন্টা
সর্বোচ্চ ৩জি টকটাইমঃ ৯.৯ঘন্টা
সর্বোচ্চ ৩জি স্ট্যান্ডবাই টাইমঃ ৩৩০ঘন্টা
মিউজিক প্লেব্যাক টাইমঃ ৬১ঘন্টা
প্রসেসরঃ
প্রসেসর নেমঃ Snapdragon™ S4
প্রসেসর টাইপঃ Dual-core 1.0GHz
মেমোরি স্পেসঃ
ইন্টারনালঃ ৮ GB স্টোরেজ মেমোরি এবং ৫১২এমবি র‍্যাম
এক্সটারনালঃ ৬৪GB কার্ড স্লট
কল রেকর্ডঃ সর্বোচ্চ ৩০ দিন কল রেকর্ড করা যায়
সাইজঃ
দৈর্ঘ্যঃ৬১.১mm
প্রস্থঃ ১১.০mm
উচ্চতাঃ ১১৫.৪ mm
WVGA resolution,
Wi-Fi, GPS, Bluetooth ইত্যাদি রয়েছে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্ট এর নিলুফার ইয়াসমিন
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger