মোবাইলে আসছে লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্তু ......

Thursday, February 14, 20130 comments


বিখ্যাত ও জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউশন উবন্তু আসছে স্মার্ট ফোনে।  বিশ্বে এখন পর্যন্ত এন্ড্রয়েড ওপেনসোর্স অপারেটিং সিস্টেম হলেও এটি গুগলের ট্রেডমার্ক বহন করে। এপল আই ওএস, উনডোজফোন এবং গত সপ্তাহে আসা ব্লাকবেরী Z10 সবই বড় কোন প্রতিষ্ঠানের বাধাধরা নিয়মের গন্ডি পার হতে পারে নি।
অবশ্য ওপেনসোর্স আরো একটি অপারেটিং সিস্টেম মিজিলা ওএস এ বছরের শেষের দিকেই আসার কথা।  :)
উবুন্তু ডিস্ট্রিবিউশনের ডেভলপার যুক্ত রাজ্যের ক্যানোনিক্যাল  ২০১৩ এর শেষের দিকে হয়তো স্মার্ট ফোন বের করবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যই স্যামসাং গ্যালাক্সি নেক্সাসে উবুন্ত অপারেটিং সিস্টেমের ফোনটি দেখতে পাবেন :)
অবশ্যই নতুন কিছু আশা করতে পারেন এই অপারেটিং সিস্টেম থেকে। সবচেয়ে সুবিধাজনক যে ফিচার থাকবে তা হলো একই এপ্লিকেশন ডেস্কটপ এবং মোবাইল উভয়ে ব্যবহার করা যাবে।
ডেভলপারদের জন্য ফেব্রুয়ারীতেই উবুন্তুর প্রিভিউ চলে আসবে। ওয়েবে রয়েছে বিশাল ওপেনসোর্স প্রিয় কমিউনিটি আর উবুন্তুর ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও এটি প্রিয় অপারেটিং সিস্টেম হবে বলে ধারণা করা যায়।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger