আপনার নিজের পিসি নিজে তৈরি করবেন? আপনার পিসির সব কানেক্টর চিনে নিন এই পোস্টে............

Thursday, February 14, 20130 comments


আপনি যদি আপনার পিসি নিজে তৈরি করেন তাহলে যেমন খরচ বাচবে তেমনি পিসি সম্পর্কে নিজের ভাল একটা ধারণাও হবে। কিন্তু আপনি যদি পিন কাউন্ট এবং সকেট শেপস সম্পর্কে ভাল না জানেন বা ঠিক মতো মনে না রাখতে পারেন তাহলে গুগলের সাহায্য নিতে নিতে আপনাকে ক্লান্ত হয়ে যেতে হবে।
তাই এখানে এমন একটি ছবি শেয়ার করা হলো যেখানে পিসির সব পোর্ট,কানেক্টর,সকেট, কার্ডস, স্লট এবং ক্যাবল আইটেম বাই আইটেম ক্যাটাগরি অনুযায়ি সাজানো আছে। যা দেখে দেখে খুব সহজেই পিসির সব পার্টস যুক্ত করা যাবে। আমার মনে হয় পিসির জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবি আর হতে পারে না!
আপনি যদি নিচের এই ছবিটি সম্পূর্ণ রেজুলেশন 4320 x 6120 version ডাউনলোড করতে চান তাহলে ঐ লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে ডিটেইলস দেখতে পারবেন।
যে কোন ধরনের প্রসেসর যেমন, ইন্টেল, এএমডি, অ্যাপল বা অন্যান্য তারপর নেটবুক র‍্যাম, পিসি র‍্যাম, পোর্ট মানে সব রকম পোর্টের সাথে সমন্বয় করে ছবিটি তৈরি করা হয়েছে। সব চেয়ে ভাল হয় ফুল রেজুলেশনের ছবিটা ডাউনলোড করে নিলে।
দয়া করে নিজ দায়িত্বে পিসি বিল্ড করবেন।
PC Hardware Poster by Sonic840

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger