দেশের এ্যান্ড্রয়েড বাজার মাতাতে সিম্ফনি আনলো দৃষ্টিনন্দন Symphony W80, Symphony W90.......

Saturday, February 9, 20130 comments


আজ শেষ হচ্ছে তিনদিনের স্মার্টফোন ও ট্যাবলেট মেলা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  এক্সপো মেকার আয়োজিত ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’ শিরোনামের এই আয়োজনে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেটসহ আনুষঙ্গিক নানা পণ্য। আর মেলাতে অন্যতম আকর্ষন ছিল Symphony W80, Symphony W90 দুটি নতুন পন্য।
phone_model_2691phone_model_2692
আশা করা যাচ্ছে েসিম্ফনির এই দুটি সে দেশের এ্যান্ড্রয়েড বাজার ভালোই মাতাবে। চলুন দেখা যাক দুটি সেটের ফিচারগুলি।
Symphony W80
46155_468682683189073_2009450029_n
  • 2জি নেটওয়ারক : GSM 900 / 1800
  • 3জি নেটওয়ারক : HSPA 2100 (কিন্তু এটি দিয়ে কোন ভিডিও কল করা যাবে না)
  • SIM  Dual SIM (dual stand-by)
  • রিলিজ: ফেব্রুয়ারী 2013 তেই বাজারে আসছে।

ডিসপ্লে:
  • টাইপ: ফুল টাচ স্ক্রিন
  • সাইজ: ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল)
  • মাল্টি টাচ:  ৫ আঙ্গুলেই ব্যবহার করা যাবে
ক্যামেরা:
  •  ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • ০.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ক্যামেরা
  •  অটোফোকাস
  • ভিডিও রেকডিং
সাউন্ড:
  • স্পিকার ফোন
  •  3.5 mm অডিও জ্যাক
মেমোরি:
  • ইন্টারনাল:  রম 4জিবি,  র‌্যাম 512 মেগাবাইট
  • এক্সটারনাল:   মাইক্রো এসডি, ৩২ জিবি সাপোর্টেড
কানেক্টিভিটি:
  • জিপিআরেএস
  • ইডিইজি
  • ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট
  • ব্লুটুথ ভার্সন 3.0 সাথে A2DP
  • ইউএসবি
Features:
  • অপারেটিং সিষ্টেম: অ্যান্ড্রয়েড 4.0 আইস্ক্রিম স্যান্ডিউইচ
  •  Android 4.0 Ice cream sandwich
  • প্রসেসর: ডুয়েলকোর1.2 গিগাহার্জ
  • সেন্সর: প্রক্সিমিটি সেন্সর, এক্সিলারেটর সেন্সর
  • মেসেজিং:
  • এফএম রেডিও
  •  FM Radio
  • - MP3/MP4 playable
পাওয়ার ম্যানেজমেন্ট
  • ব্যাটারি: Li-Ion 1800 mAh
  • স্ট্যান্ড বাই: এখনো প্রকাশিত হয় নি।
  • টক টাইম: এখনো প্রকাশিত হয় নি।
দাম:
এখনও নতুন এই সেটটি বাজারে আসেনি বলে এর দামও সঠিকভাবে বলা যাচ্ছে না। ১১,০০০ টাকার আশেপাশেই এই সেটটির দাম পড়বে। আর এটি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাজারে আসার কথা রয়েছে।
Symphony W90
phone_model_2692
  • 2জি নেটওয়ারক : GSM 900 / 1800
  • 3জি নেটওয়ারক : HSPA 2100 (ভিডিও কল করা যাবে)
  • SIM  Dual SIM (dual stand-by)
  • রিলিজ: ফেব্রুয়ারী 2013 তেই বাজারে আসছে।

ডিসপ্লে:
  • টাইপ: ফুল টাচ স্ক্রিন
  • সাইজ: 5 ইঞ্চি ডব্লিউভিজিএ রেজুলেশনের (800×480 পিক্সেল)
  • মাল্টি টাচ:  ৫ আঙ্গুলেই ব্যবহার করা যাবে
ক্যামেরা:
  •  ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • ০.৩ মেগাপিক্সেল সম্মুখবর্তী ক্যামেরা
  •  অটোফোকাস
  • ভিডিও রেকডিং
সাউন্ড:
  • স্পিকার ফোন
  •  3.5 mm অডিও জ্যাক
মেমোরি:
  • ইন্টারনাল:  রম 4জিবি,  র‌্যাম 512 মেগাবাইট
  • এক্সটারনাল:   মাইক্রো এসডি, ৩২ জিবি সাপোর্টেড
কানেক্টিভিটি:
  • জিপিআরেএস
  • ইডিইজি
  • ওয়াইফাই 802.11 ওয়াইফাই হটষ্পট
  • ব্লুটুথ ভার্সন 3.0 সাথে A2DP
  • ইউএসবি
Features:
  • অপারেটিং সিষ্টেম: অ্যান্ড্রয়েড 4.0 আইস্ক্রিম স্যান্ডিউইচ
  •  Android 4.0 Ice cream sandwich
  • প্রসেসর: ডুয়েলকোর 1 গিগাহার্জ
  • সেন্সর: প্রক্সিমিটি সেন্সর, এক্সিলারেটর সেন্সর
  • মেসেজিং:
  • এফএম রেডিও
  •  FM Radio
  • - MP3/MP4 playable
পাওয়ার ম্যানেজমেন্ট
  • ব্যাটারি: Li-Ion 1800 mAh
  • স্ট্যান্ড বাই: এখনো প্রকাশিত হয় নি।
  • টক টাইম: এখনো প্রকাশিত হয় নি।
দাম:
এখনও নতুন এই সেটটি বাজারে আসেনি বলে এর দামও সঠিকভাবে বলা যাচ্ছে না। ১৪,০০০ টাকার আশেপাশেই এই সেটটির দাম পড়বে। আর এটি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাজারে আসার কথা রয়েছে।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger