স্যামসাং মোবাইল অতি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে আকর্ষণীয় স্মার্টফোন গ্যালাক্সি গ্র্যান্ড, যার নামেই সত্যিকারের পরিচয়। এই ডিভাইসটিতে এমন সব দুর্দান্ত ফিচার রয়েছে যা গ্রাহকদেরকে স্মার্টফোন ব্যবহারের এক নতুন অভিজ্ঞতা দিবে। আর ইতিমধ্যেই এই ফোনটি ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

অনেকেই ফোনটি কেনার জন্য ব্যাকুল হয়ে আছেন। কেউ কেউ জমাতে শুরু করেছেন টাকা। তবে একটি ভালো স্মার্টফোন কেনার জন্য টাকা বাচানো অনেক সময় বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। আর এজন্যই স্যামসাং এমন একটি দারুণ অফার নিয়ে এসেছে যার ফলে গ্যালক্সি গ্র্যান্ড হাতের মুঠোয় চলে আসবে অনায়াসেই।
মাত্র ৪ হাজার ৩৯০ টাকার মাসিক কিস্তিতে এই আকর্ষণীয় ফোনটি কেনা সম্ভব হবে। সুদের জন্য কোন রকম অতিরিক্ত টাকা দেওয়া ছাড়াই মাত্র নয় মাস সমান পরিমান টাকা পরিশোধ করলেই হবে। এর ফলে ফোনটির নির্ধারিত মূল্য ৩৯,৫০০ টাকার বেশি খরচ কোনভাবেই হবে না। ব্র্যাক ব্রাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের সাহায্যে এই কিস্তির সুবিধা উপভোগ করা সম্ভব হবে।
অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিনের শক্তি সম্পন্ন এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর এবং ১ জিবি র্যাবম যার ফলে ফোনটি ব্যবহারে হবে আরো দ্রুততর ও মসৃণ। ফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরা (ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল) যার সাহায্যে কোন শাটার ল্যাগ ছাড়াই তোলা যাবে প্রাণবন্ত সব ছবি।
ফোনটির ৫ ইঞ্চি বড় পর্দা মাধ্যমে ব্যবহারকারীরা গেম খেলার এবং সিনেমা দেখার আরো মজাদার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বড় এই স্ক্রিনে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড এর মাল্টি উইন্ডো ফিচারের সাহায্যে একই সাথে একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করার সুবিধাও থাকছে।
ফোনটির আরেকটি অভিনব ফিচার হচ্ছে এর হাইব্রিড ডুয়াল সিম যার সাহায্যে ব্যবহারকারীরা একটি সিমের মাধ্যমে কথা বলার পাশাপাশি আরেকটি সিমের সাহায্যে নির্বিঘেœ ডাটা ডাউনলোড করতে পারবেন।
অতি সম্প্রতি এক বিস্ময়কর মূল্য হ্রাসের ফলে স্মার্টফোর প্রেমীরা এখন আরো সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারবের স্যামসাং এর জনপ্রিয় গ্যালাক্সি নোট টু এবং গ্যালাক্সি এস ডুয়োস। গ্যালাক্সি নোট টু এর বর্তমান মূল্য ৬৫,৫০০ টাকা এবং গ্যালাক্সি এস ডুয়োস এর বর্তমান মূল্য ২৩,৫০০।
অতি সম্প্রতি এক বিস্ময়কর মূল্য হ্রাসের ফলে স্মার্টফোর প্রেমীরা এখন আরো সাশ্রয়ী মূল্যে কিনে নিতে পারবের স্যামসাং এর জনপ্রিয় গ্যালাক্সি নোট টু এবং গ্যালাক্সি এস ডুয়োস। গ্যালাক্সি নোট টু এর বর্তমান মূল্য ৬৫,৫০০ টাকা এবং গ্যালাক্সি এস ডুয়োস এর বর্তমান মূল্য ২৩,৫০০।
এর ফলে গ্রাহকেরা যথাক্রমে ৫,৪৬০ টাকা (১২ মাসিক কিস্তি) এবং ৩,৯২০ টাকা (৬ মাসিক কিস্তি) কিস্তিতে এই ফোনদুটি কিনতে পারবেন।
কিস্তিতে ফোন কিনতে হলে ক্রেতাদেরকে যেতে হবে নির্ধারিত স্যামসাং স্মার্টফোন ক্যাফে, স্যামসাং স্মার্টফোন আউটলেট এবং ট্রান্সকম ডিজিটাল আউটলেটগুলোত। বিস্তারিত অনুসন্ধানের জন্য গ্রাহকরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কল করতে পারবেন ০১১ ৯৯ ৭৭ ৯৯৯৯ নম্বরে।
Post a Comment