আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের সামনে আজকে টেলিটকের একটি প্রতারণার কথা তুলে ধরব।
আমি গত ২৪-০৭-২০১৩ ইং তারিখে ফরিদপুর জেলার সদর থানার নিউ মার্কেট এরিয়ার একজন রিটেইলারের কাছ থেকে ০১৫৫২-৯৬৪৪১৪ ক্রমিক নং এর একুশ প্যাকেজের একটি 3G SIM ক্রয় করি। যার মূল্য সে আমার কাছ থেকে মাত্র ১৪০ টাকা নিল। প্রকৃত মূল্যে একুশ প্যাকেজের একটি 3G SIM এর দাম ৪৫০ টাকা। যার আক্টিভিশন বোনাস হিসেবে আছে ১ জিবি ডাটা, ১০০ মিনিট ভয়েস কল, ৫০ মিনিট ভিডিও কল। এত কম টাকা নেয়ায় আমি তাকে বারে বারে জিজ্ঞাসা করেছি, এটা 3G SIM কিনা। সে আমাকে নিশ্চিত করেছে যে, এটা 3G SIM.
নিচের চিত্র টি লক্ষ্য করুন।
আমি সীমটি অ্যাক্টিভ করে পেলাম 2G SIM এর বোনাস...!!! মাত্র ৫০ মিনিট ভয়েস কল এবং ১০ এমবি ডাটা...!!!
ফরিদপুর কাস্টোমার কেয়ারে যোগাযোগ করা হলে তারা বললেন, ফরিদপুরে টেলিটকের কোন ৩জি সীম নাই। আপনার সীমটি ২জি। ৩জি এর কোড নাম্বার নাকি ০১৫৫৩...
এখন প্রশ্ন হচ্ছে, ফরিদপুরে যদি টেলটকের ৩জি সীম না থাকে, তাহলে তাদের রিটেইলারদের কাছে এই সীম আসলো কিভাবে...???
এবং কোম্পানি তাদের ৩জি এর সীল ছাপ্পর মারা সীম কার্ডে ২জি নেটওয়ার্কের সীম মার্কেটে ছেড়ে সাধারণ মানুষের সাথে এই প্রতারণার মানে কি...???
জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল।
Post a Comment