এসে গেল অ্যান্ড্রয়েড ৪.৩ – আজই আপডেট পাচ্ছে নেক্সাস ডিভাইসগুলো........

Friday, July 26, 20130 comments

গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে গত কয়েকদিন যাবত বেশ ভালই আলোচনা চলছে। অনেকেই অ্যান্ড্রয়েড এর এই  নতুন আপডেটটি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সবার অপেক্ষার পালা ফুরালো, এসে গেল সেই বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন।
আজই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়া সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ এর সাথে অ্যান্ড্রয়েড ৪.৩ তো থাকছেই, পাশাপাশি আজ থেকেই পুরানো নেক্সাস ডিভাইসগুলোও এই আপডেট পাওয়া শুরু করবে বলে জানিয়েছে গুগল।

অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন

অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিনে এবার মাল্টি-ইউজার সেটিংস -এ চোখে পড়ার মত বেশ কিছু সুবিধা যুক্ত করেছে গুগল। এখন ব্যবহারকারীরা চাইলে পরিবারের ছোট সদস্যদের জন্য “রেসট্রিক্টেড প্রোফাইল” তৈরি করতে পারবেন। অভিভাবকরা চাইলে এখন তাদের ডিভাইসের অ্যাপ্লিকেশনগুলোতেও বয়সভিত্তিক প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন।
যেমন আপনি যদি আপনার শিশুকে একটি পাজল গেম খেলতে দিতে চান কিন্তু গেমটিতে যদি শিশুদের জন্য আপত্তিকর কিছু পাজল থাকে, তাহলে চাইলেই আপনার শিশুর প্রোফাইলের জন্য গেমটি থেকে সেসব পাজল বাদ দিয়ে নির্দিষ্ট কিছু পাজল বাছাই করে দিতে পারবেন। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয় এমন আপত্তিকর বিজ্ঞাপন কিংবা এ ধরনের যেকোন কনটেন্ট থেকেও এটি শিশুদের রক্ষা করতে সাহায্য করবে।
এছাড়া অ্যান্ড্রয়েড ৪.৩ -এ থাকছে বহুল আকাঙ্ক্ষিত “ব্লুটুথ স্মার্ট” যা “ব্লুটুথ লো এনার্জি” নামে পরিচিত।  ব্লুটুথ স্মার্ট মূলত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি খুব বেশি খরচ না করেই ব্লুটুথ চালিত যেকোন অ্যাক্সেসরিজ আপনার ডিভাইসের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে।
অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪.৩ ব্যবহার করলে আপনার ব্লুটুথটি আগের চেয়ে কম এনার্জিতে কাজ করবে। ফলে আপনি ব্লুটুথ চালু রাখলেও আগের চেয়ে বেশি ব্যাকআপ পাবেন। মূলত স্মার্টওয়াচ কিংবা হেল্থ ও ফিটনেস ট্র্যাকারের মত গ্যাজেটগুলোর ব্যবহার বৃদ্ধির জন্যই গুগল এই নতুন সুবিধাটি নিয়ে এসেছে।
অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন -এ আরও থাকছে ওপেনজিএল ইএস ৩.০ (OpenGL ES 3.0) সাপোর্ট যা অ্যান্ড্রয়েড গেম ডেভলপারদের জন্য এক নতুন যুগের সূচনা করবে। ওপেনজিএল ইএস ৩.০ সমর্থনের কারণে এখন আগের চেয়েও ভাল গ্রাফিক্স রেন্ডারিং সম্ভব হবে। অর্থাৎ ১০৮০ পিক্সেল রেন্ডারিং এর পাশপাশি ভবিষ্যতের অ্যান্ড্রয়েড গেমগুলোতে লেন্স ফ্লেয়ারের মত অসাধারণ সব ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে বলে জানিয়েছে গুগল।
অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এর “ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশন”। এর ফলে জিপিএস ছাড়াই শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে লোকেশন বেস্ড অ্যাপ্লিকেশনগুলোর কাজ চালিয়ে যেতে পারবেন। মূলত ব্যাকআপ বৃদ্ধির পাশাপাশি “গুগল নাও” এর সার্ভিসটি আরও উন্নত করতেই গুগল এই সুবিধাটি যুক্ত করেছে। তবে একদম সূক্ষ্মভাবে অবস্থান নির্ণয়ের জন্য যে সেই জিপিএস এর উপরই নির্ভর করতে হবে সেটা জানাতেও ভুল করেনি গুগল।
এছাড়া গুগলের এই নতুন আপডেটটিতে ক্যামেরা অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ইন্টারফেসে আগের চেয়েও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে। এছাড়া “গুগল কিপ” অ্যাপ্লিকেশনটিকেও অ্যান্ড্রয়েড ৪.৩ -এ সিস্টেম অ্যাপ্লিকেশন হিসেবে যুক্ত করা হয়েছে। এর বাইরে এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মোবাইল ডাটার কিছু বাগ ফিক্স করা সহ আগের চেয়েও উন্নতমানের ব্যাটারি ম্যানেজমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে যা ডিভাইসের ব্যাকআপ বৃদ্ধিতে সহায়তা করবে।
গুগলের এই নতুন আপডেটটি আজ থেকেই আগের নেক্সাস ডিভাইসগুলোতে, অর্থাৎ নেক্সাস ৪, নেক্সাস ১০, প্রথম জেনারেশন নেক্সাস ৭ এবং গ্যালাক্সি নেক্সাসে আসতে শুরু করবে। আর এইচটিসি ওয়ান এবং গ্যালাক্সি এস৪ এর গুগল এডিশনের জন্যও খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ৪.৩ আসবে বলে জানায় গুগল। তাছাড়া সেকেন্ড জেনারেশন নেক্সাস ৭ তো বাজারেই আসছে অ্যান্ড্রয়েড ৪.৩ এর মাধ্যমে।
কিছুদিন আগেই আগের সব অ্যান্ড্রয়েডে সংস্করনকে হার মানিয়ে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে জেলি বিন। আর সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করেই গুগল নিয়ে এসেছে জেলি বিনেরই নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৩। আপনার কী মনে হয় গুগল তাদের নতুন এই আপডেটটির মাধ্যমে জেলি বিন এর জনপ্রিয়তাকে নতুন এক পর্যায়ে নিয়ে যেতে পারবে? অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন সম্পর্কে আপনাদের যেকোন মতামত আমাদের অবশ্যই জানাবেন।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger